Home Kalimpong কালিম্পঙে অনিত থাপার মঞ্চ ভেঙে পড়ল

কালিম্পঙে অনিত থাপার মঞ্চ ভেঙে পড়ল

180
0

কালিম্পং, ৯ নভেম্বর: কালিম্পঙের জনসভায় ঘটল বিপত্তি। সভা শুরুর আগেই মঞ্চ ভেঙে পড়ল। বৃহস্পতিবার সকালে কালিম্পঙের মোটর স্ট্যাণ্ডে সভা ছিল মোর্চা নেতা অনিত থাপার। এই অনুষ্ঠানে কালিম্পং পৌরসভার চেয়ারম্যান শুভ্র তামাং এবং তাঁর অনুগামীরা বিনয় তামাং শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হয়েছিল। তবে তখনও অনিত থাপা মঞ্চে এসে পৌঁছননি। তখনই হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। তখন মঞ্চে বেশকয়েকজন দাঁড়িয়ে ছিলেন। প্রত্যেকেই অল্পবিস্তর আঘাত পান। কিন্তু তা গুরুতর নয় বলে জানা গেছে। অতিরিক্ত ভিড়ের চাপেই মঞ্চটি ভেঙে পড়েছে বলে মোর্চা থেকে জানানো হয়েছে। এদিকে, বুধবারই কালিম্পং মহাসঙ্ঘের ছাতার তলে থাকা ২৬টি সংগঠনের প্রতিনিধিরা বিনয় শিবিরে যোগ দান করেন। উল্লেখ্য, এই সংগঠনগুলি একসময় বিমল গুরুংয়ের শিবিরে ছিল। এদিকে, ভাঙে মঞ্চেই পড়ে সভা শুরু করেন মোর্চা নেতারা। (এনএ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here