Home Kalimpong কালিম্পঙে জোড়া খুনে চাঞ্চল্য

কালিম্পঙে জোড়া খুনে চাঞ্চল্য

69
0

কালিম্পং, ১৮ আগস্ট : জোড়া খুনে চাঞ্চল্য ছড়ালো কালিম্পঙে। বাড়ির পিছনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল দম্পতির দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম পূর্ব শেরপা (৭০) ও তাঁর স্ত্রী কুসুম শেরপা (৫৫)। তাঁরা পেডং এর সাকিউং গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল সন্ধের পর থেকে খোঁজ মিলছিল না তাঁদের। পরে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। বাড়িতে থাকা সোনা গয়না ও টাকা পয়সা সবকিছুই দুষ্কৃতীরা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।