Home Kolkata পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ

পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ

179
0

রামপুরহাট, ৩০ নভেম্বর : রামপুরহাটের নারায়ণপুর গ্রামের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম তনু শেখ (৩৫)। জানা গেছে, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তনু।বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষ স্থানীয় রথতলা পুকুরপাড়েতনুর জুতো দেখে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক পরে রথতলায়থাকা পুকুরের এক ধারে তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়।খবর পেয়েপুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তনুর বিবি জিন্নাত বলেন, “মঙ্গলবার সন্ধেয় কাজ সেরে বাড়ি ফিরে আমাকে মজুরির টাকা দিয়ে বেড়িয়ে  যায়। আর ফেরেনি।বুধবার রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করি। তাঁর অভিযোগ, স্বামীকে শ্বাসরোধ করেখুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। এই অভিযোগে পুলিশ গ্রামের দুই যুবককে আটক করেছে। (এনএ)