Home Kolkata কংগ্রেস মার্কসিস্ট–এ পরিণত হয়েছে– মানস ভুঁইয়া

কংগ্রেস মার্কসিস্ট–এ পরিণত হয়েছে– মানস ভুঁইয়া

229
0

কলকাতা, ২৮ ডিসেম্বর : কংগ্রেস মার্কসিস্ট হয়ে গেছে। কমিউনিস্টদের সঙ্গে ওঠাবসা করতে করতে কংগ্রেসের এই পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার সবংয়ের বিধায়ক হিসেবে গীতারানি ভুঁইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস বিধায়কদের অনুপস্থিতিকে কটাক্ষ করে এই মন্তব্য করেন মানস ভুঁইয়া। এদিন সবংয়ের নতুন বিধায়ক গীতারানি ভুঁইয়ার শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে কংগ্রেসের কোনও বিধায়কই উপস্থিত ছিলেন না। বিষয়টিকে মেনে নিতে পারেননি মানসবাবু। তিনি বলেন, কমিউনিস্টদের সঙ্গে ওঠাবসা করতে করতেই কংগ্রেস মার্কসিস্ট কংগ্রেসের পরিণত হয়েছে। অবশ্য কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিল্লিতে থাকার কারণেই বিধানসভায় কংগ্রেস বিধায়করা উপস্থিত থাকতে পারবেন না বলে আগেই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। (এনএ)