Home Kolkata ট্রেনের তলায় পড়ে মৃত্যু

ট্রেনের তলায় পড়ে মৃত্যু

187
0

আসানসোল, ১৫ জানুয়ারি : পা পিছলে ট্রেনের তলায় পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ সামির (২০)। বাড়ি সীতারামপুরের বিশ্বকর্মানগরে। জানা গেছে, সোমবার সকালে সীতারামপুর স্টেশন থেকে ট্রেন ধরে কুমারডুবি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বর হয় মহম্মদ সামির। স্টেশনে ঢুকতেই ট্রেন চলে আসে। দৌড়ে গিয়ে ট্রেন ধরতে যায় সে। পা পিছলে ট্রেনের তলায় ঢুকে পড়ে। সেখানেই মৃত্যু হয় তাঁর। রেল পুলিস এসে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় বাড়িতে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। (এনএ)