Home Kolkata সবংয়ে কাল প্রচারে যাচ্ছেন মুকুল

সবংয়ে কাল প্রচারে যাচ্ছেন মুকুল

234
0

কলকাতা, ১ ডিসেম্বর : সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে আগামীকাল যাচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানে তিনি একটি সভা করবেন। এই সভায় থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তবে এখনও পর্যন্ত সবংয়ে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং তৃণমূলের তরফে মানস ভুঁইঞার স্ত্রী গীতারানি ভুঁইঞাকে প্রার্থী করা হয়েছে।রাজনৈতিক মহলের একাংশের মতে, মুকুল রায়ের কাছে সবং উপনির্বাচন একটি চ্যালেঞ্জ। ভাল ফল করতে পারলে একদিকে যেমন মুকুল রায়ের ভাবমূর্তি দলের মধ্যে বাড়বে, তেমনই বিজেপি আগামী পঞ্চায়েত নির্বাচনে জোরকদমে নামার উৎসাহ পাবে। মুকুল রায় ও দিলীপ ঘোষের সভারমাধ্যমে প্রচারের ঝড় তুলতে কোনও খামতি রাখছে না বিজেপি। (এনএ)