Home Malda জঙ্গি আস্তানার হদিশ বাংলাদেশে

জঙ্গি আস্তানার হদিশ বাংলাদেশে

176
0

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক, অত্যাধুনিক অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম।মনে করা হচ্ছে নাশকতার জন্যই এসব জড়ো করা হয়েছিল।এই ঘটনার পরসীমান্তবর্তী মালদা এবং মুর্শিদাবাদে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজশাহীর গোদাবাড়ি ওচাঁপাই নবাবগঞ্জ সীমান্তে ওই জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হয়েছে তিনজনের দেহাবশেষ।সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়েভোররাতে এলাকায় পৌঁছয় আরএবি।সন্দেহভাজনদের আত্মসমর্পণ করতে বলা হয়।তারপর তাদের আশ্রয়স্থল থেকে গোলাগুলি চলতে থাকে। বিস্ফোরণও হয়।সেখানেই মৃত্যু হয় তিনজনের। এই তিনজন জামাত-উল-মুজ়াহিদিন (জেএমবি)-এর সদস্য বলে মনে করাহচ্ছে।এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং আইইডি।(এনএ)