Home Education উত্তরের কবিমন – এর আড্ডা

উত্তরের কবিমন – এর আড্ডা

298
0

গত ১লা জুলাই, রবিবার, উত্তরের কবিমন পত্রিকার ১৯তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়ে গেল। এই আড্ডাতেই উত্তরের কবিমনের মাসিক সাহিত্য বুলেটিনের জুলাই মাসের সংখ্যাটিও প্রকাশিত হয়েছে। এই সংখ্যাতেও অনেক নতুন কলম স্থান পেয়েছে। পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য সুভান জানিয়েছেন, প্রতিমাসের আড্ডা লেকটাউনে হলেও এবারের আড্ডাটি সঙ্গীত শিল্পী মৌসুমী দাশগুপ্তের বাড়িতে হয়েছে। এখন থেকে কয়েক মাস অন্তর সাহিত্যকেন্দ্রিক তরুণদের এই আড্ডাটি শহরের সাহিত্য জগতের কিছু বিশিষ্টজনের বাড়িতে হবে। বিগত ১৯ মাস ধরে ধারাবাহিক ভাবে চলা উত্তরের তরুণদের এই সাহিত্য আসর ইতিমধ্যে সাহিত্যজগতে সাড়া ফেলতে পেরেছে, প্রতি আড্ডায় শহরের তরুণকবি ও আবৃত্তিকারদের গড় উপস্থিতি ১৫-২০ জন। শিলিগুড়ি শহরের বাইরে থেকেও ছেলেমেয়েরা আড্ডায় অংশগ্রহন করতে আসছে। প্রতি মাসের আড্ডায় কবিমনের পক্ষ থেকে একজনকে একটি বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এবারের প্রাপক, তরুণ কবি তপোব্রত সান্যাল। উত্তরের কবিমনের ২০তম আড্ডা আগামী মাসের ৫ তারিখ, রবিবার।