Home India বিতর্ক এড়াতে হেভিওয়েট না পসন্দ

বিতর্ক এড়াতে হেভিওয়েট না পসন্দ

316
0

বলিউড, ১৭ জানুয়ারিঃ সঞ্জয় লীলা বানসালির চলচ্চিত্র পদ্মবতের বিরুদ্ধে বিভিন্ন  রকমের প্রতিবাদ চলছে।সূত্র অনুযায়ী,শহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের মতো তারকারা এই ছবিটির প্রচার করবে না।প্রকৃতপক্ষে, চলচ্চিত্রটির সাথে সম্পর্কিত কোনও রকম বিতর্ক না হওয়ার  জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র আনুযায়ী এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।    প্রযোজকরা মনে করেন যে এই নতুন পদক্ষেপটি কোনও নতুন বিতর্ক থেকে রক্ষা করার  জন্য নেওয়া হয়েছে। প্রযোজকরা ডিসেম্বরেই তারকাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই চলচ্চিত্র নিয়ে কোন রকম মন্তব্য করা হবে না। সূত্র অনুযায়ী বিতর্ক এবং হুমকির কারণে চলচ্চিত্রটি দুর্বল রাখা হয়েছে।পদ্মাপত চলচ্চিত্রের পাশাপাশি অক্ষয় কুমারের ছবি প্যাডম্যানও ২৫ শে জানুয়ারি মুক্তি পাবে।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here