Home India তেলেঙ্গানায় পদ্মাবতের পোস্টার ছিঁড়ল কর্নি সেনার সদস্যরা

তেলেঙ্গানায় পদ্মাবতের পোস্টার ছিঁড়ল কর্নি সেনার সদস্যরা

317
0

হায়দরাবাদ, ২২ জানুয়ারি : উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতেও পদ্মাবত নিয়ে বিক্ষোভ প্রদর্শন অব্যহত। তেলেঙ্গানার হায়দরাবাদের টিভোলি নামে একটি সিনেমা হলে তাণ্ডব চালাল কর্নি সেনার সদস্যরা। টিভোলি সিনেমা হলের ম্যানেজার জানিয়েছেন, ‘ কয়েক জন ব্যক্তি টিভোলি সিনেমা হলে ঢুকে পদ্মাবতের পোস্টার ছিঁড়ে দেয়। আমরা সঙ্গে সঙ্গে বেগমপেট পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’আগামী ২৫ জানুয়ারি দেশের অন্যান্য প্রেক্ষাগৃহের মতো এই সিনেমা হলেও মুক্তি পাবে পদ্মাবত। সেই কারণে সিনেমার হলটির ভেতর এবং বাইরে পোস্টার লাগানো হয়েছিল।

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here