Home India বিচারালয়ে বিচারের দাবি

বিচারালয়ে বিচারের দাবি

118
0

ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন সুপ্রিম কোর্টের চার প্রবীন  বিচারপতি। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে । শীর্ষ আদালতের বিচারপতিদের প্রকাশ্যে এই ভাবে কথা বলার  নজির নেই।

বিচারপতি জে চেলামেশ্বরের বাসভবনে হয় সাংবাদিক বৈঠকটি । সেখানে তিনি বলেন, এ এক ব্যতিক্রমী ব্যাপার।তারা সুপ্রিম কোর্টের সব কাজ ঠিকঠাক চলছে না বলে অভিযোগ তুলেছেন. তারা এটাও জানান বিষয়টি তাদের কাছে আনন্দের নয়. তারা  সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন । সুপ্রিম কোর্টে সব কিছু ঠিকঠাক চলছে না। শীর্ষ আদালতের প্রশাসন সঠিক ভাবে কাজ করছে না। গত কয়েক মাসে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা কাঙ্খিত নয়। সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানের প্রতি তাদের  দায়বদ্ধতা রয়েছে।সেই দায়বদ্ধতা থেকেই এই সাংবাদিক বৈঠক .সমস্ত পরিস্থিতি যেঠিক নেই তা  প্রধান বিচারপতির গোচরে আনাই  তাদের লক্ষ্য. কিন্তু দুর্ভাগ্য তারা  তাঁকে এটা বোঝাতে পারেননি.