Home India এবার চীনের সঙ্গে চলচ্চিত্র বানাতে চলেছে আমির খান

এবার চীনের সঙ্গে চলচ্চিত্র বানাতে চলেছে আমির খান

440
0

নিউ দিল্লি, ২০ জানুয়ারী : সুপারস্টার আমির খান এর চলচ্চিত্র দঙ্গল চীনে আয় সব রেকর্ড ভেঙ্গেছে l  অভিনেতার চীনেও ভালই  ফ্যান আছে।মিঃ পারফেকশনিস্টের বিশেষ সম্পর্ক চীনে যুক্ত করা হয়েছে।দঙ্গল ছবির অভিনেতা সম্প্রতি বলেন যে একসঙ্গে চীন ও ভারতের অভিনেতা একই ছবিতে কাজ করলে আশ্চর্যজনক অভিজ্ঞতা হবে। আমির খা‍ন এক সাক্ষাত্কারে বলেন, চীন চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রকাশ করেছেন, “চিনে অনেক প্রতিভাবান অভিনেতা আছেন এবং আমির  তাদের সাথে কাজ করতে চাই। চিন এবং ভারতীয় প্রতিভাগুলি একটি প্রকল্পে একসঙ্গে কাজ করা উচিত। অবশ্যই এই প্রকল্প দারুন হবে।সুত্র অনুযায়ী জানা গিয়েছে, আমিরখানের নতুন চলচ্চিত্র সিক্রেট সুপারস্টার চিনেও  মুক্তি পেয়েছে। আমির খানের চিনের মধ্যেও ভালই ফ্যান রয়েছে যারা এই নতুন চলচ্চিত্রকে চীনের বক্স অফিসে ভালই উপার্জন করবে।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here