Home Uttar Dinajpur এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা রায়গঞ্জে

এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা রায়গঞ্জে

79
0

রায়গঞ্জ,১৪ জুন : একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে গতরাতে রায়গঞ্জের সূদর্শনপুর এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে । এরপর ওই বেসরকারি ব্যাঙ্ক কর্মীরা বৃহস্পতিবার সকালে দেখতে পায় এটিএম মেশিন ভাঙা অবস্থায় রয়েছে । তবে সেখানকার সিসিটিভিতে ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, আমরা সি সি টিভিতে যে ফুটেজ দেখেছি তাতে গতকাল রাত ১.৫০ টা নাগাদ এক দুষ্কৃতী মুখ ঢেকে এটিএম মেশিনে ভাঙচুর চালায় । পুলিশ এটিএম মেশিন থেকে টাকা লুঠ হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন । এছাড়াও ঘটনায় জড়িতদের  খোঁজার চেষ্টা চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ।