Home Lifestyle আদিবাসী মেলা ও একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হচ্ছে মালদায়

আদিবাসী মেলা ও একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হচ্ছে মালদায়

49
0

মালদা, ১১ জানুয়ারী : আদিবাসী মেলা ও একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হচ্ছে ১২ থেকে ১৪ জানুয়ারী । মালদা জেলার আদিবাসী অধ্যুষিত বামনগোলা, হবিবপুর এবং গাজোল ব্লকে এই মেলা অনুষ্ঠিত হবে । অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগ তিনদিন ধরে চলবে এই মেলা । শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ।এদিন মালদা কালেক্টর বিল্ডিং-এর কনফারেন্স রুমে এক সাংবাদিক বৈঠক করেন জেলা প্রশাসনের কর্তারা। জেলাশাসক বলেন, ১২ জানুয়ারী থেকে একযোগে বামনগোলা কমিউনিটি হলে আদিবাসী মেলা ও একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । ওই দিনই পাকুয়াহাট হাই স্কুলে একই কর্মসূচি পালিত হবে । এছাড়াও হবিবপুর ব্লকের তাজপুর মাঠে, গাজোল ব্লকে কিষাণ মান্ডি এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।জেলাশাসক বলেন, আদিবাসী মানুষদের সঙ্গে গিয়ে মিশে সামাজিক স্তরে তাদের কি কি ধরনের সুবিধা রাজ্য সরকার করে দিয়েছে সেগুলো জানানো। এই মেলার মাধ্যমে আদিবাসীদের জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়ন সম্পর্কে অবগত করা হচ্ছে মূল উদ্দেশ্য। আর সেই লক্ষ্য কে সামনে রেখেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কে সম্মান জানিয়ে পুরস্কৃত করাও হবে।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here