মালদা , ১৩ নভেম্বর : এবছর শারদ উৎসবে মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি প্রকল্পকে থিম হিসেবে তুলে ধরা হয়েছিল।তার মধ্যে সেভ ড্রাইভ সেফ লাইফ অবলম্বনে একাধিক পুজো নজর কেড়েছিল দর্শনার্থীদের।এর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি পুজোকে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছিল।সেই পুজো কমিটিগুলিকেই এদিন জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।গাজলের আগ্রনী ক্লাবকে প্রথম,হবিবপুরের কেন্দুয়া ব্রতীদলকে দ্বিতীয় এবং চাঁচলের ইয়ুথ ক্লাবকে তৃতীয় হিসেবে ট্রফি সহ নগদ ২৫ হাজার টাকার চেক দিয়ে সম্মানিত করেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ।এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অরিন্দম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (রুরাল) দীপক সরকার সহ একাধিক পুলিশ আধিকারিকরা।