Home Politics আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারমুখ ঠিক করে ফেলল বিজেপি

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারমুখ ঠিক করে ফেলল বিজেপি

144
0
Mukul ray
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারমুখ ঠিক করে ফেলল বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের প্রচারমুখ ঠিক করে ফেলল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর কোনও পদে না থেকেও সেই তালিকায় জায়গা করে নিলেন সদ্য বিজেপিতে আসা মুকুল রায়। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ‘প্রচারমুখ’ কে? সেই জল্পনার অবসান হল। এ থেকেই স্পষ্ট, মুকুলকে কতটা গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। মুকুলের সঙ্গে তালিকায় নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহার। আশ্চর্যজনকভাবে এই তালিকায় ঠাঁই হল না বাবুল সুপ্রিয়, রূপা গঙ্গোপাধ্যায় ও শমীক ভট্টাচার্যের মত নেতানেত্রী। গোটা ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তে নিঃশব্দেই ব্যাটন বদল হচ্ছে রাজ্য বিজেপির অন্দরে। বিজেপি সূত্রে খবর, দীর্ঘদিনের নেতা তথা জাতীয় সম্পাদক হিসেবে রাহুল সিনহাকে রাখা হয়েছে |