Home Politics গুজরাটে অল্পের জন্য জিতে গেল বিজেপি, দাবি অখিলেশের

গুজরাটে অল্পের জন্য জিতে গেল বিজেপি, দাবি অখিলেশের

200
0

লখনউ, ১৯ ডিসেম্বর : ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা পরে এবার গুজরাটে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে মুখ খুললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি, অল্পের জন্য বিজেপি জিতে বেরিয়ে গিয়েছে। বাড়তি রাগ যদি ভোটে রুপান্তর করা যেত। ফলাফলটা অন্যরকম হতে পারত। গুজরাটে বিজেপি পেয়েছে ৯৯ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৮০ টি আসন।