Home Politics কংগ্রেসের সভাপতি হিসেবে অভিষেক ঘটল রাহুলের

কংগ্রেসের সভাপতি হিসেবে অভিষেক ঘটল রাহুলের

335
0

দিল্লি, ১৬ ডিসেম্বর : গুজরাট এবং হিমাচল নির্বাচনে কংগ্রেসের প্রধান মুখ ছিলেন রাহুল গান্ধী। ফল ঘোষণা হবে আগামী সোমবার। কিন্তু তার আগেই শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতি হিসেবে অভিষেক ঘটল তাঁর। একইসঙ্গে হুঙ্কার ছুঁড়লেন বিজেপির দিকে। বললেন, কংগ্রেসকে মোছা যাবে না। ১৩২ বছরের দলের ব্যাটন হাতে নেওয়ার মুহূর্তে রাহুল বুঝিয়ে দলেন কংগ্রেসের এই দেশে গুরুত্ব। এদিন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে তিনি কংগ্রেসের সদর দপ্তরে দলের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন। বিজেপি হটাও অভিযানের ডাক দিলেন তিনি। বললেন, ১ জনের ভাবমূর্তি গোটা দেশের ক্ষতি করছে। মোদির জমানায় দেশ শুধুই পেছনের দিকে হাঁটছে। কংগ্রেস দেশকে এগিয়ে নিয়ে যাবে। (এনএ)