Home Sports অল ইন্ডিয়া ন্যাশনাল রেংকিং ইস্ট জোন টিটি চ্যাম্পিয়নশিপ ২৩ থেকে

অল ইন্ডিয়া ন্যাশনাল রেংকিং ইস্ট জোন টিটি চ্যাম্পিয়নশিপ ২৩ থেকে

218
0

শিলিগুড়ি : অল ইন্ডিয়া ন্যাশনাল রেংকিং ইস্ট জোন টিটি চ্যাম্পিয়নশিপ ২৩ অক্টোবর ২৮ অক্টোবর পর্যন্ত শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে. সকল অলিম্পিয়ান, অর্জুনা পুরস্কার প্রাপ্ত বা রাষ্ট্রীয় চ্যাম্পিয়ন মিলিয়ে ১২০০ টিটি খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চলেছে. টুর্নামেন্টে ৭ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে. ২৩ তারিখ বিকেল ৪ টায় টুর্নামেন্টের ওপেনিং সেরেমনি আয়োজিত হবে, কিন্তু এদিন সকাল 9টা থেকে টুর্নামেন্ট শুরু হবে.

টুর্নামেন্টের আয়োজক কমিটিতে রয়েছেন নর্থ বেঙ্গল টিটি এসোসিয়েশনের চিফ প্যাট্রন তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব, প্যাট্রন রবিন্দ্রনাথ ঘোষ, প্রেসিডেন্ট মান্টু ঘোষ, ওয়ার্কিং প্রেসিডেন্ট কৃষ্ণ চন্দ্র পাল, ভাইস প্রেসিডেন্ট পদে ডিএম, এসডিও, সিপি, কমিশনার, ডিএসপি ছাড়াও রয়্ছেন অন্যান্য প্রশাসনিক অধিকারী.