Home Sports ধোনীর আকস্মিক ব্যাটিং দেখা গেছে,এখন হেয়ার ড্রেসিং অবতারে ধোনী

ধোনীর আকস্মিক ব্যাটিং দেখা গেছে,এখন হেয়ার ড্রেসিং অবতারে ধোনী

111
0

নিউ দিল্লি, ২৭ এপ্রিলঃ সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার আকস্মিক ব্যাটিংয়ের জন্য মাঠের ভেতরে আলোচনায় রয়েছেন।কিন্তু তার জিভাও কিছুদিন ধরে অনেক শিরোনামে রয়েছে। প্যাভিলিয়ন থেকে  বাবা ধোনীর প্রতিটি ম্যাচ দেখা জিভার জন্য ধোনী ‘হেয়ার ড্রেসার অবতার’ দেখা যাচ্ছে। ধোনি তার ইন্সট্রাগ্রামে  জীভার একটি ভিডিও ভাগ করেছেন, যার মধ্যে ধোনি তার মেয়ের চুল শুকাতে দেখা যাচ্ছে। ধোনীর ছোট্টো মেয়ে জিভা বাবার কথামতো এদিক থেকে ওদিক ঘুরছে আর ধোনী হেয়ার ড্রায়ার দিয়ে মেয়ের চুল শুকাচ্ছে। ধোনী এরসাথে লিখেছেন, খেলা শেষ, ঘুমাবার আগে বাবার দায়িত্বের পালা।