Home Sports বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষে আয়োজিত হলো হাফ ম্যারাথন

বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষে আয়োজিত হলো হাফ ম্যারাথন

213
0

শিলিগুড়ি , ৮ অক্টোবর : বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের ৩৪ তম হাফ ম্যারাথন প্রতিযোগিতা মহালয়ার শুভ মুহূর্তে সোমবার সকালে এসআইটি থেকে শুরু হয় l হাফ ম্যারাথন এসআইটি থেকে শুরু হয়ে দার্জিলিং মোড়, হিলকার্ট রোড হয়ে বাঘাযতীন ক্লাব এ এসে শেষ হয়। এসআইটি ক্যাম্পাসে এই বছর জাকার্তা তে আয়োজিত এশিয়ান গেমসে গোল্ড মেডেল জয়ী সোনার মেয়ে স্বপ্না বর্মন ফ্ল্যাগ অফ করে প্রতিযোগিতার সূচনা করেন l উদ্বোধন কার্যক্রমে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।নিজের সম্বোধনে পর্যটন মন্ত্রী উপস্থিত বিশিষ্টদের  স্বাগত জানিয়ে প্রতি বছরের মতো এই বছর হাফ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজিত করার জন্য বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব কে ধন্যবাদ জানান l পুরস্কার কার্যক্রমে সোনা জয়ী স্বপ্না বর্মন সহ বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জী ও উপস্থিত ছিলেন l কার্যক্রমে স্বপ্না বর্মন নিজের কণ্ঠে গান পরিবেশন করেন l কার্যক্রমের শেষে বিজয়ী  প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় l

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here