Home Sports অস্ট্রেলিয়ার সমস্যা বাড়ল, হেজলউড ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ থেকে ছিটকে গেল

অস্ট্রেলিয়ার সমস্যা বাড়ল, হেজলউড ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ থেকে ছিটকে গেল

200
0
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া পরের মাসে ইংল্যান্ডের হওয়া আন্তর্জাতিক একদিনের সিরিজ ম্যাচের আগেই সমস্যায় পড়ল। অস্ট্রেলিয়ার শীর্ষ ফাস্ট বোলার জোশ হেজলউড পিঠের সমস্যার কারণে সিরিজ খেলতে পারবে না। হেজলউড অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি দলের সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার, তার পিঠে আঘাতের সমস্যা রয়েছে।তার বিকল্প জায়গায় অংক্যাপড মাইকেল নেসেরকে রাখা হয়েছে।এর আগে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের আঘাতের কারণে এই সফর থেকে ছিটকে গেছে।সিএ ফিজিওথেরাপি ডেভিড বেকলে বিবৃতিতে বলেন, তিনি আজও স্ক্যান করেছেন, যদিও এটি ফ্রেকচার নয়, তবুও তার পিঠের নিচের অংশে ব্যাথা রয়েছে। আর সেই কারনেই হেজলউড এই সিরিজ খেলতে পারবে না।