Home Tourism সান্দাকফুতে তুষারপাত, ভিড় বাড়ছে

সান্দাকফুতে তুষারপাত, ভিড় বাড়ছে

232
0

সান্দাকফু, ২৫ জানুয়ারি: মরশুমের দ্বিতীয় তুষারপাত হল সান্দাকফুতে। বৃহস্পতিবার এই খবর সমতলে আসা মাত্রই অনেকেই ঘুরতে বেড়িয়ে পড়ছেন পাহাড়ে। আগামীকাল সাধারণতন্ত্র দিবস। ছুটি থাকায় সমতলের মানুষ পাড়ি দিচ্ছেন পাহাড়ে। বৃহস্পতিবার শিলিগুড়ির জংশন এলাকায় দেখা গেছে পাহাড়ে ওঠার জন্য গাড়ি ধরতে ব্যস্ত পর্যটকরা। গাড়ির লম্বা লাইন চোখে পড়েছে। অনেকে আবার বেড়িয়ে পড়েছেন নিজস্ব গাড়িতে। একই দৃশ্য দেখা গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। পর্যটকদের আসতে দেখা গেছে। বেশীরভাগ পর্যটকই পাহাড়ে ওঠার জন্য গাড়ি ভাড়াও করতে দেখা গেছে। সবমিলিয়ে পাহাড়ে তুষারপাতের খবরে আরও উৎসাহিত হয়ে উঠেছেন পর্যটকরা। প্রসঙ্গত, বছরের এই দ্বিতীয় তুষারপাত হল সান্দাকফুতে। হালকা তুষারপাতের খবর পাওয়া গেছে টুমলিং, চিত্রে এবং কালিপোখরিতেও। (এনএ)