Home Uncategorized একদিনের শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠলো বাবা-মার্ বিরুদ্ধে

একদিনের শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠলো বাবা-মার্ বিরুদ্ধে

387
0

শিলিগুড়ি, ২১ নভেম্বর : সদ্যোজাত শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠলো বাবা-মার্ বিরুদ্ধে। শিলিগুড়ির কাওয়াখালি এলাকায়  ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দম্পতির নাম জাহিদুল রহমান ও নুরমা বেগম। সন্দেহ হওয়ায়  জাহিদুলকে গণধোলাই দেয় এলাকাবাসী। পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। নুরমা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাহিদুল পলাতক। জানা গেছে, রবিবার নুরনা বেগম বাড়িতে একটি কন্যাসন্তান প্রসব করেন। তাদের আগেই ২ টি কন্যাসন্তান এবং ১ টি পুত্র সন্তান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কন্যাসন্তান হওয়ায় খুশি হতে পারেননি এই দম্পতি।কিন্তু রবিবার থেকে এই কন্যাসন্তানের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিলো না। সোমবারও একই অবস্থা। বিষয়টি সন্দেহ হওয়াতে ওই দম্পতির বাড়িতে গেলে শিশুকে দেখতে দেওয়া হয়নি।  জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে।  কখনও বলে, তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আবার জানানো হয়, শিশুটি মারা যাওয়ার পর তাকে মাটি চাপা দেওয়া হয়েছে।  দম্পতিকে জেরা শুরু করে স্থানীয়রা।জেরার চাপে একাধিক যুক্তি দেয় পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুটি অসুস্থ ছিল। রবিবারই মারা গেছে।  উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল আউটপোস্টে গিয়ে মৌখিক অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। এদিকে জাহিদুল রহমানকে গণধোলাই দেয় এলাকাবাসী। কিন্তু সুযোগ বুঝে পালিয়ে যায়  জাহিদুল। পরে মেডিক্যাল ফাঁড়ির পুলিশ গিয়ে নুরনা বেগমকে আটক করে। শুরু হয় তদন্ত। নুরনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা সামনে আসে।জিজ্ঞাসাবাদে নূরনা জানায়, অভাবের সংসার।তাই সন্তান নিতে চাইছিলাম না । রবিবার রাতে শিশুটি বমি শুরু করে এবং মারা যায়। এদিকে,  শিশুর মৃতদেহের তল্লাশি শুরু করেছে পুলিশ। বিষয়টির সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here