Home Uncategorized পঞ্চায়েত সদস্যকে মারধর, আশিঘর ফাঁড়িতে বিক্ষোভ সিপিআইএম-এর

পঞ্চায়েত সদস্যকে মারধর, আশিঘর ফাঁড়িতে বিক্ষোভ সিপিআইএম-এর

254
0
Panchayat

২ নম্বর ডাবগ্রামের পঞ্চায়েত সদস্য অবিনাশ রায়কে মারধরের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে  আশিঘর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম।  সিপিআইএম-এর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃনমুল আশ্রিত দুস্কৃতিরা মারধর করে  ২ নং ডাবগ্রাম পঞ্চায়েত সদস্য অবিনাশ রায়কে। গুরুতর জখম অবস্থায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু পুলিশ উল্টে অবিনাশবাবুর বাড়িতে গিয়ে গভীর রাতে বাড়ির লোকের ওপর নির্যাতন করে। এর প্রতিবাদে সিপিআইএম ২ নং ডাবগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন আশিঘর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here