Home Uncategorized পাহাড়ে ষষ্ঠ তফসিল দিবস পালন করলো জিএনএলএফ

পাহাড়ে ষষ্ঠ তফসিল দিবস পালন করলো জিএনএলএফ

358
0

দার্জিলিং, ৬ ডিসেম্বর : বুধবার পাহাড়ে ষষ্ঠ তপশিল দিবস পালন করল জিএনএলএফ। গোর্খা ভূতপূর্ব সৈনিক সংগঠনের তরফেও জিএনএলএফের এই ষষ্ঠ তপশিল–এর দাবির সমর্থন করা হয়েছে। জানা গেছে, এদিন জিএনএলএফের তরফে পাহাড় জুড়ে ষষ্ঠ তপশিল দিবস পালন করা হয়। উল্লেখ্য, ২০০৫ সালের ৬ ডিসেম্বর সুবাস ঘিসিং, কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে এই ষষ্ঠ তপশিল বিষয়ে একটি চুক্তি হয়েছিল।পরবর্তীতে পাহাড়ে বিমল গুরুংয়ের নতুন অধ্যায় শুরু হওয়ায় তা আর বেশিদূর এগোয়নি। কিন্তু জিএনএলএফ বরাবরই চাইছে ষষ্ঠ তপশিল। জিএনএলএফ সভাপতি মন ঘিসিং জানিয়েছেন, পাহাড়ের উন্নয়নের লক্ষে সবাইকে কাজ করতে হবে। ষষ্ঠ তপশিলই হলো পাহাড়ের উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম অধ্যায়। আমরা পাহাড়কে যাতে ষষ্ঠ তপশিলের অধীনে নিয়ে আসা যায় সেই চেষ্টা করব। (এনএ)

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here