Home Uncategorized আগুনে পুড়ে গেল শিলিগুড়ির একটি টোটো

আগুনে পুড়ে গেল শিলিগুড়ির একটি টোটো

336
0

শিলিগুড়ি, ১৪ নভেম্বর : চালক টোটোটি চার্জে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলেন।সকালে উঠে দেখেন গাড়িটি জ্বলে গেছে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৬নং ওয়ার্ডের নিরঞ্জন নগরে।জানা গেছে, সোমবার রাতে এলাকার এক টোটো চালক বাড়ির বাইরে গাড়ির ব্যাটারিটি চার্জে বসিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন।মঙ্গলবার সকালে উঠে তিনি দেখতে পান পুরো টোটো গাড়িটি জ্বলে গেছে।ব্যাটারিটিও পুরোপুরিভাবে জ্বলে গেছে। চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।স্থানীয় বাসিন্দারাও চলে আসেন।অনুমান করা হচ্ছে চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট হওয়াতেই আগুন লেগে পুড়ে গিয়েছে টোটোটি।  (এনএ)

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here