Home Uncategorized আকাশবাণী শিলিগুড়ির ক্যাজুয়াল ঘোষক-ঘোষিকার সাথে ন্যায়ের দাবি

আকাশবাণী শিলিগুড়ির ক্যাজুয়াল ঘোষক-ঘোষিকার সাথে ন্যায়ের দাবি

574
0

আকাশবাণী শিলিগুড়ির স্থানীয় প্রশাসন প্রসার ভারতীর নির্দেশিত সিলেবাসকে উপেক্ষা করে নিয়ম বহির্ভুত্ভাভে একটি জেনারেল নলেজের উপর অবজেক্টিভ টাইপ টেস্ট নিয়ে ২৫ জন ক্যাজুয়াল ঘোষক-ঘোষিকা, যারা এর মধ্যে অনেকদিন ধরে কাজ করছিলেন এবং আকাশবাণী শিলিগুড়িকে বিভিন্ন সময়ে তাদের কাজের মাধ্যমে সাহায্য করছিলেন, তাদের বুকিং তথা এসাইনমেন্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয়. যার ফলে এই সমস্ত ঘোষক-ঘোষিকার আর্থিক উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেহে. মনগড়া অবজেক্টিভ টাইপ পরিক্ষা নেওয়ার  ফলস্বরূপ ৫০% নম্বর না পাওয়ায় ২৫ জন ক্যাজুয়াল ঘোষক-ঘোষিকাকে অকৃতকার্য ঘোষিত করে দেওয়া হয়. Air Casual Announcer এর পক্ষ থেকে কাজের উপর ভিত্তি করে লিখিত পরীক্ষা ও অডিশন অথবা নির্দিষ্ট সিলেবাস-এর মাধ্যমে পরীক্ষা নিয়ে রী-স্ক্রিনিং এর ব্যবস্থা করা হোক. সমস্ত ঘটনাবলী নিয়ে আজ এএসডি, এয়ার শিলিগুড়ি এবং ডিজি এয়ার দিল্লিকে স্মারকলিপি দেওয়া হলো.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here