Home Uncategorized জ‍্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ‍্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ

জ‍্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ‍্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ

160
0
শিলিগুড়ি ,০১ অক্টোবর:- জ‍্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ‍্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো ।আজ এক অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা শুক্লা দাস প্রদীপ জ্বালিয়ে ও স্কুলের ছাত্রীরা উদ্ভোধনী সঙ্গীতের মধ‍্যে সুচনা হয়। সব শেষে স্কুলের ছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ পরিবেশন করে।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন শিক্ষিকা বনশ্রী মিত্র, ইলা সেনগুপ্ত প্রমুখেরা।পুরস্কার পেয়ে বিদ্যালয়ের ছাত্রীরা খুশি দেখা যায়.প্রধান শিক্ষিকা শুক্লা দাস বলেন ছাত্রীদের পড়ার প্রতি উৎসাহ প্রদান করা উদ্দেশে তাদের পুরস্কার প্রদান করা হয়|

Facebook Comments