Home Uncategorized ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন পড়ুয়াদের

ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন পড়ুয়াদের

212
0
শিলিগুড়ি ,২৫ এপ্রিল : আজ সকালে  স্কুলের মেয়েরা এনজেপি থানার সামনে ২৯ নম্বর সড়কে চালকদের গোলাপ ও চকলেট দিয়ে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করে l তারা চালকদের সিট বেল্ট ও হেলমেট ব্যবহারের জন্য বলে l এছাড়াও ট্রাফিক নিয়মের লিফলেটও দেয় চালকদের তারা l ট্রাফিক পুলিশ আধিকারিক জানান যে ট্রাফিক নিয়মের সচেতনতার অভাবে পথ দুর্ঘটনা বেড়েই চলছে l মানুষের মধ্যে ট্রাফিক নিয়মের সচেতনতা জাগানোর উদ্দেশ্যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রতিবছর ট্রাফিক সপ্তাহ পালন করা হয় l

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here