Home Uncategorized মুখ্যমন্ত্রী ৫ দিনের সফরে কালিম্পঙে

মুখ্যমন্ত্রী ৫ দিনের সফরে কালিম্পঙে

105
0
শিলিগুড়ি: ৫ দিনের সফরে আজ দুপুর ২টো ৪০ মিনিটের বিমানে বাগডোগরায় নেমে কালিম্পঙে যাবেন মুখ্যমন্ত্রী।তিনি সেখানে আগামী দু’দিন বিভিন্ন সভায় যোগ দেবেন । সূত্রে খবর ,তিনি ১ জুন কলকাতায় ফিরে যাবেন । মুখ্যমন্ত্রীর আগমনে কড়া নিরাপত্তার পাশাপাশি সেজে উঠেছে কালিম্পং।তার এই সফরে আশার আলো  কালিম্পংএ । সূত্রে জানা গিয়েছে , আগামীকাল কালিম্পঙের গ্রহামস স্কুলের ময়দানে ১৫টি বোর্ডের আয়োজিত একটি অনুষ্ঠান সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।কালিম্পঙে এখনও বিমল গুরুঙের প্রভাব থাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।  ইতিমধ্যেই তার যাত্রাপথ অসংখ্য পোস্টারে ছেয়ে গেছে।এছাড়াও হিল তৃণমূল কংগ্রেস, জি টি এ এবং বিনয় তামাংয়ের সমর্থকরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে একাধিক পোস্টার লাগিয়েছে পাহাড়ে।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here