Home Uncategorized বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ

বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ

57
0

জলপাইগুড়ি ,১৫ অক্টোবর  : ময়নাগুড়িতে পঞ্চমীর রাতে ময়নাগুড়ি-লাটাগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কে ময়নাগুড়ি বিএড কলেজের সামনে বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাতে ময়নাগুড়ি রাখালহাট বড়গিলার বাসিন্দা দীপেন রায় মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ময়নাগুড়ি বিএড কলেজের সামনে তিন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাড়ায় । এরপর তাঁকে বন্দুক দেখিয়ে দাঁড়াতে বলে। ভয়ে দীপেন দাঁড়িয়ে গেলে দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে তাঁর গলার সোনার চেন, টাকা এবং মোটর সাইকেল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

 

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here