Home Uncategorized শিলিগুড়ি জেলা হাসপাতালের লিফটে আটকে গেল প্রসূতি

শিলিগুড়ি জেলা হাসপাতালের লিফটে আটকে গেল প্রসূতি

153
0

শিলিগুড়ি ,২১ আগস্ট : মঙ্গলবার সকালে শিলিগুড়ি জেলা হাসপাতালের লিফটে এক প্রসূতি দীর্ঘক্ষণ আটকে রইলো l এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতালে l জানা গিয়েছে ,আজ সকালে এক মহিলা প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হন l ওই মহিলার নাম রিকিয়া চন্দ l তিনি এনজেপি এলাকার বাসিন্দা l তাকে হাসপাতালের লিফটে করে লেবার ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় আচমকা লিফট খারাপ হয়ে যায় l যার জন্য ওই প্রসূতি কে দীর্ঘক্ষণ আটকে পড়তে হয় l এই অবস্থায় প্রসব যন্ত্রনায় ছটপট করতে থাকেন ওই প্রসূতি l এরপর হাসপাতালের কর্মীরা আসে l তারা এসে সেই লিফটিকে খানিকক্ষণের চেষ্টায় চালু করলে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় l এবিষয়ে ওই প্রসূতির পরিবারের অভিযোগ , এই ঘটনায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারতো l এটা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি l তাদের এর কোনো বিকিল্প ভাবা উচিত l কারণ আজ যেটা হয়েছে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে হয় এবং রোগীর মৃত্যু হয় l তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষ এর দায়িত্ব দেবেন l

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here