Home Uncategorized ফাঁসিদেওয়া সমেত ৬টি ব্লক তৃনমূলের দখলে

ফাঁসিদেওয়া সমেত ৬টি ব্লক তৃনমূলের দখলে

269
0

ফাঁসিদেওয়া এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের নতুন কমিটির গঠন করা হলো. নতুন কমিটিতে নির্বাচিত ১৬ জন সদস্যকে বিভিন্ন পদে নিযুক্ত করা হলো. এই যোগদান পর্বে ফাঁসিদেওয়া এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ নুর আলম সমেত কংগ্রেস ও সিপিএম-এর ৫০০ কার্যকর্তা তৃণমূলে যোগদান করলেন. তৃণমূলে যোগদানকারী সদস্যদের মধ্যে কংগ্রেসে-এর পক্ষ থেডে সাহানারা বেগম, নিরদ সিংহ, বুধনি এক্কা, প্রতিমা সিংহ, সিপিএম-এর অর্চনা দেবনাথ ও লতিকা পোদ্দার রয়েছেন. যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের জিলা অধ্যক্ষ গৌতম দেব. তিনি বলেন ফাঁসিদেওয়া নিয়ে ৬টি ব্লক তৃনমূলের দখলে এলো. এছাড়াও তিনি বলেন যে, ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩টি গ্রাম পঞ্চায়েত তৃনমূলের দখলে এলো.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here