Home Uncategorized বিপিএমও এর পদযাত্রা কোচবিহার থেকে এসে পৌছালো ফালাকাটার জটেশ্বরে।

বিপিএমও এর পদযাত্রা কোচবিহার থেকে এসে পৌছালো ফালাকাটার জটেশ্বরে।

289
0

আলিপুরদুয়ার ২৬/১০/২০১৭:- বামফ্রন্টের মিলিত সংগঠন বিপিএমও এর আহ্বানে সমাজের সর্বস্তরের মানুষের সুস্থ জীবন যাপনের দাবিতে এক পদযাত্রার সূচনা করা হয়, আজ কোচবিহার শহর থেকে পদযাত্রা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে সিপিআইএম পার্টি অফিসে এসে উপস্হিত হয়।এই পদযাত্রাটি আগামী 1লা নভেম্বর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে।গত 25শে অক্টোবর কোচবিহার থেকে পদযাত্রার সূচনা হয়।আজ পদযাত্রাটি জটেশ্বরে প্রবেশ করে।জটেশ্বরের সিপিএম পার্টি অফিসের সামনে পথসভার আয়োজন করা হয়, এই পথসভায় বক্তব্য রাখেন কমরেড ক্ষিতিশ রায়, ও সংগঠনের নেতৃবৃন্দ।সমস্ত কৃষি ঋণ মুকুব করতে হবে,সমকাজে সমবেতন,সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ না করা,সমস্ত শুন্য পদে কর্মী নিয়োগ করতে হবে,চা শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য নানা দাবি সহ জন সমক্ষে তুলে ধরা হয়েছে।
এই পথসভায় পশ্চিমবঙ্গের শাসকদলের নীতির বিরোধিতা করেন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন এই পথসভার মধ্য দিয়ে।
আগামী 1লা নভেম্বরে শিলিগুড়িতে বিশাল পদযাত্রার মধ্যে দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here