Home Uncategorized গোর্খা জাতির ১১ সম্প্রদায়কে জনজাতির দরজা দেওয়ার প্রস্তাব

গোর্খা জাতির ১১ সম্প্রদায়কে জনজাতির দরজা দেওয়ার প্রস্তাব

170
0

শিলিগুড়ি ,২১ আগস্ট :এস এস আলুওয়ালিয়া ,কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স তথা আইটি রাজ্য মন্ত্রী ,ভারত সরকারের গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি মন্ডলের ছয় সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় জনজাতীয় কার্য মন্ত্রী শ্রী জুয়েল ওরাম -এর নিবাসে গোর্খা জাতির ১১ সম্প্রদায়ের মানুষদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় l যেমন ভুজেল ,গুরুং ,মাঙ্গার,নেয়ার ,যোগী ,খাস ,রাই ,শুনবার ,থামি ,ইয়াখহা,(দেওয়ান) এবং ধিমালা ,যারা পশ্চিমবঙ্গ ,সিকিম এবং উত্তর পূর্ব রাজ্যতে বসবাস করে এদিন তারা উপস্থিত ছিলেন l তাদের খুব শীঘ্রই অনুসূচীত জনজাতির দরজা প্রদান করার জন্য সংবিধানিক সংশোধন করার জন্য আদেশ দেওয়া হোক যাতে ওই ১১ গোর্খা জনজাতিরা নিজেদের বিকাশের সুবিধা নিতে পারে বলে সাংসদ জানান l উল্লেখ্য ,এর আগেও এস এস আলুওয়ালিয়া সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে এবিষয়ে ফোনে বার্তালাপ করেন l জানা গিয়েছে ,ওই ১১ গোর্খা সম্প্রদায়ের লোকেদের জনজাতির দরজা দেওয়ার জন্য তৈরী কমিটি মে মাসের ২০১৮ সালে এবিষয়ে রিপোর্ট জমা করেছিল সরকার কে lএস এস আলুওয়ালিয়া বলেন ,ওই ১১ গোর্খা সম্প্রদায়ের লোকেদের অতি শীঘ্রই জনজাতির দরজা দেওয়া হবে l

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here