Home Uncategorized মদের দোকান নিয়ে ক্ষোভ , আগুন

মদের দোকান নিয়ে ক্ষোভ , আগুন

343
0
file pic

মালদা , ৮ ফেব্রুয়ারী : রাজ্য সড়কের ৫০০মিটার দূরে হতে হবে মদের দোকান।এমনই নয়া নির্দেশ চালু হয়েছে দেশ জুড়ে।আর এই নির্দেশের ফলে মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে অবস্থিত লাইসেন্স যুক্ত দেশী মদের দোকান সরিয়ে নিয়ে  যাওয়া হয় ইংরেজবাজার থানার অমৃতির পাঁচ মাইল এলাকার এক আম বাগানে।আর তাতেই ক্ষিপ্ত হয়ে যায় এলকার প্রমীলা বাহিনী।আজ এই দেশী মদের দোকানে আগুন ধরিয়ে দেন এলাকার মহিলারা।তাদের অভিযোগ দেশী মদের দোকান গ্রামে হলে মহিলার নিরাপত্তার অভাব হবে।তাই মদ বিক্রী হবে না এই স্থানে।খবর পেয়ে ঘটনা স্থলে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে এসে বিক্ষোভের মুখে পড়ে।প্রমীলা বাহিনীর এমন আন্দোলনে অমৃতি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানও সমর্থন করে

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here