Home Uncategorized শ্রমিক ম্যানেজারের অফিসের সামনে আমরন অনশনে বসল

শ্রমিক ম্যানেজারের অফিসের সামনে আমরন অনশনে বসল

132
0
ধূপগুড়ি ,১২ জুলাই : সাবস্টাফ করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ধুপগুড়ি ব্লকের আমবাড়ি চাবাগানের ২৪ পুরোনো শ্রমিক ম্যানেজারের অফিসের সামনে আমরন অনশনে বসল । এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । অনশনকারীদের দাবি , তাদের মধ্যে অনেকেই আছেন চালক হলেও খালাসির মজুরি পাচ্ছে । বাগানের চৌকিদার হলেও তারা শ্রমিকদের মজুরি পাচ্ছেন কেউ সরদার পদে রয়েছে একই ভাবে শ্রমিকদের মজুরি পাচ্ছেন । এমনই বহুবছর ধরে বিভিন্ন পদে থাকলেও তারা সকলেই দৈনিক মজুরিই পাচ্ছেন । ২৪ জন এমন আছেন যাদের সাবস্টাফ পদের মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের মাসিক বেতন দেওয়ার কথা কিন্তু বাগান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন । বেশ কয়েকমাস আগে এই ২৪ জনকে সাবস্টাফ করা হবে বলে বাগানে নোটিস ঝুলিয়ে ছিল । অভিযোন কোন অজ্ঞাত কারনে সেই নোটিস বাগান কতৃপক্ষ তুলে নেয় । এরপর এই শ্রমিকেরা  বেশ কয়েকবার বাগানকতৃপক্ষের কাছে তাদের পদন্নতির সুযোগ ফিরিয়ে দেবার আবেদন জানালেও তারা কর্নপাত করেনি।এরপর একপ্রকার বাধ্য হয়েই এদিন সকলেই ম্যানেজারের অফিসের সামনে আমরন অনশনে বসে । বাগানের ম্যানেজার আনন্দ কুমার চতুর্বেদি এবিষয় নিয়ে মন্তব্য করতে চান নি । তবে ডিবিআইটিএর চেয়ারম্যান সুমন্ত গুহ ঠাকুরতা দ্রুত সমস্যা মেটানোর আস্বাস দিয়েছে ।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here