Home Uncategorized খালপাড়ার ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন পর্যটন মন্ত্রী

খালপাড়ার ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন পর্যটন মন্ত্রী

125
0

শিলিগুড়ি ,১৫ সেপ্টেম্বর : খালপাড়া আয়কর দপ্তর এর হানার প্রতিবাদে আজ খালপাড়া ব্যবসা বন্ধ।ব্যবসায়ীরা আজ এক প্রতিবাদ মিছিল বের করেন। গৌতম দেব এসেছিলেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বললেন l এদিন মন্ত্রী জানিয়েছেন ,গতকাল আয়কর দপ্তরের আধিকারিকেরা খালপাড়ায় এসেছিলো তা খবর পেয়েছি l তবে সেই সময় আমি আসতে পারতাম l কিন্তু সেই সময় তারা সেখান থেকে চলেগিয়েছিলেন l কে এসেছিলো বা কারা এসেছিলো সেটা দেখা হবে l উল্লেখযোগ্য ,গতকাল আয়কর বিভাগের আধিকারিকরা খালপাড়া নয়াবাজারের তিনটি দোকানে সমীক্ষা করতে পৌঁছায় l স্থানীয় ব্যাবসায়ীরা জানান ,তারা সার্ভের নাম করে তাদের প্রতিদিনই হেনস্থা করা করছে l গতকাল আয়কর আধিকারিকদের সমীক্ষার জন্য বাজার পৌঁছানোর পরেই ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে প্রতিবাদ শুরু করে দেয় l

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here