Home Uncategorized গোর্খা জনমুক্তি মোর্চার এগারোতম প্রতিষ্ঠা দিবস পালন কালচিনিতে।

গোর্খা জনমুক্তি মোর্চার এগারোতম প্রতিষ্ঠা দিবস পালন কালচিনিতে।

346
0
গোর্খা জনমুক্তি মোর্চার এগারোতম প্রতিষ্ঠা দিবস পালন
গোর্খা জনমুক্তি মোর্চার এগারোতম প্রতিষ্ঠা দিবস পালন

আলিপুরদুয়ার ০৭/১০/২০৭:- আজ কালচিনি গোর্খা জনমুক্তি কার্যালয়ে গোর্খা জনমুক্তি মোর্চার এগারোতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল । উপস্থিত ছিলেন মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অশোক লামা। ডুয়ার্স কমিটির সম্পাদক বিশাল লামা, নারী মোর্চা কেন্দ্রীয় সদস‍্য পূজা রাই সহ প্রমূখ, মোর্চা সদস‍্য ও নেতৃত্বরা । অশোক লামা জানান, আজ আমাদের দলের এগারোতম প্রতিষ্ঠাতা দিবস আমরা ডুয়ার্সের মোর্চারা বিমল গুরুং এর সাথে আছি, তিনি জানান ডুয়ার্সে অনেক সমস্যা আছে গোরখ‍্যাল‍্যাণ্ড না হওয়া ওবধি সেই সব সমস‍্যা সমাধান সম্ভব না । আর তিনি আহ্বান করেন যেমন ডুয়ারস সবাই দলের একত্রিত আছে তেমনি পাহাড়ে ও দলের সবাই একত্রিত হক।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here