Home Uncategorized করম পুজো অনুষ্ঠিত হলো করলা ভ্যালী চা বাগানে

করম পুজো অনুষ্ঠিত হলো করলা ভ্যালী চা বাগানে

118
0

জলপাইগুড়ি ,২১ সেপ্টেম্বর : আদিবাসীদের একটি বড় উৎসব হল করম পূজা।ভাদ্র মাসের এগারো চাঁদের দিন এই উৎসব বা পরব অনুষ্ঠিত হয়। সমগ্র আদিবাসী সম্প্রদায় মানুষের কাছে সবচেয়ে বড় উৎসব করম পুজো। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া করলা ভ্যালী চা বাগানে করম পুজো অনুষ্ঠিত হল। বাগানের চা শ্রমিকেরা এই পুজোর আয়োজন করে প্রতি বছর। করম পুজো মূলত করম দেবতার পূজা, যিনি শক্তি ও যৌবন, সুখ ও শান্তি এবং  সমৃদ্ধির  প্রতীক। করম গাছের ডাল, যা কিনা করম দেবতার প্রতীক, তাকেই পুজো করা হয়ে থাকে। আদিবাসী যুবকেরা জঙ্গলে গিয়ে ফুল ও ফল সংগ্রহ করে। আবার অনেকসময় একটি করম গাছকে ঘিরেও চলে পূজার প্রস্তুতি, নৃত্য-গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হল করলাভ্যালী চা বাগানে। আদিবাসীদের জীবনের  সমস্ত কিছুকে ঘিরেই আছে নৃত্য ও গীত। তাই স্বাভাবিক ভাবেই করম পুজো পালন করা হয় নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে। এদিন রাতেও বাদ গেলো না তাদের নিয়ম নিতি। নিজেদের ভাষায় গান ও আদিবাসী নৃত্য পরিবেশন হল এদিন। কোতয়ালি থানায় আই সি বিশ্বাশ্রয় সরকার সহ অনান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আট থেকে আশি সকলেই মেতে উঠেছিলেন করম পুজোর উৎসবে। পুজো কমিটি উদ্দ্যোক্তা মহেশ রাউটিয়া বলেন, আমরা প্রতি বছরই করম পুজো আয়োজন করে থাকি। আমাদের কাছে করম পুজো সবচেয়ে বড় উৎসব। বা বাগানের শ্রমিক ও সকলের শান্তি কামনায় এই করম পুজো করা হয়।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here