Home Alipurduar ফালাকাটা ব্লকে নবনগর গ্রামে বাঘ বার হওয়ায় আতঙ্কে গ্রামবাসী

ফালাকাটা ব্লকে নবনগর গ্রামে বাঘ বার হওয়ায় আতঙ্কে গ্রামবাসী

157
0

আলিপুরদুয়ার, ১৪/১২/২০১৭:- আলিপুরদুয়ার জেলার ফালাকাটার অন্তর্গত নবনগর গ্রামের মেঘদূত ক্লাব সংলগ্ন রাইস মিলের পাশের এক বাড়িতে বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। প্রত্যক্ষদর্ষীদের মতে চিতাবাঘ ঢুকেছে গ্রামে,এই খবর ছড়িয়ে পড়তেই লোকজন ভিড় শুরু করে বাঘ দেখতে ,লোকের তাড়া খেয়ে বাঘটি স্থাণীয় বাসিন্দা শঙ্কর মিত্রের বাড়িতে ঢুকে পড়ে,সেসময় তারা বাড়িতে দুপুরের খাবার খেতে বসেছিলেন,আচমকা এরকম ঘটনায় হতচকিত হয়ে পড়েন বাড়ির লোকজন, শঙ্কর মিত্রের ছেলের বউ সেসময় বাচ্চা কোলে নিয়ে উঠানে দাঁড়িয়েছিলেন,এই পরিস্থিতিতে বাড়িতে ছোটাছুটি শুরু হয়ে যায়, লোকজনদের তাড়া খেয়ে বাঘটি ওই বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে,পরে প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ করে দিলে,বাঘটি ঘরে বন্দি হয়ে পড়ে,বনদপ্তরকে যুদ্ধকালীন তৎপরতায় খবর দেওয়া হয়েছে,এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে,স্থানীয়দের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।তবে কেউ কেউ বলছেন বাঘ নাও হতে পারে,তবে এবিষয়ে যথেষ্ঠ সন্দেহ দানা বাঁধছে, সবার মনে একটাই প্রশ্ন এই এলাকায় কিভাবে বাঘ প্রবেশ করলো,আশেপাশে কোনো রকম জঙ্গল বা বনাঞ্চল না থাকায় চিতাবাঘের লোকালয়ে প্রবেশে বেশ আতঙ্কিত লোকজন।বেশ খানিক্ষন পরে মাদারিহাট বনদপ্তরের কর্মীরা জটেশ্বর পুলিশ পোস্টের কর্মীরা এসে ভালোকরে পুরো পরিস্থিতির খতিয়ে দেখে। বেশ খানিক্ষন পরে তারা নিশ্চিত হয় এটি একটি পূর্ণ বয়স্ক চিতা বাঘ। এদিকে পুরো গ্রাম ভেঙে আসে এই বাঘ দেখতে। প্রচন্ড জনগণের ভিড়ের চাপে বাঘকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় ঘুমপাড়ানি গুলি করে বাঘটিকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা।