Home Uncategorized ডুয়ার্সের বন্ধ চা বাগানের শিশুদের পুজোয় নতুন পোশাক উপহার দিলেন সাংবাদিক সঞ্জীব...

ডুয়ার্সের বন্ধ চা বাগানের শিশুদের পুজোয় নতুন পোশাক উপহার দিলেন সাংবাদিক সঞ্জীব মুখ্যাজি

472
0
পূজোয় নুতন বস্ত্র
পূজোয় নুতন বস্ত্র

আলিপুরদুয়ার ১৯/০৯/২০১৭:- পেশায় সাংবাদিক নেশায় ফটোগ্রাফার । সেই নেশাকে হতিয়ার করে ডুয়ার্সের বন্ধ চা বাগানের শিশুদের এবার পুজোয় নতুন পোশাক উপহার হিসেবে তুলে দিলেন সঞ্জীব মুখ্যাজি। সঞ্জীব বাবু সাংবাদিকতার জন্য খবরের খোঁজে ঘুরে বেড়ান ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে । তার কামেরায় লেন্স বন্দী হয় রূপসী ডুয়ার্সের প্রকৃতি, যা অনবদ্য । তার কাছে লেন্স বন্দী হয়ে আছে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, হাতি গন্ডার বাঘ সহ ডুয়ার্স তথা ভারতের ঐতিহ্য বিভিন্ন জনজাতি । সেই সব দুর্লভ ছবি ডুয়ার্সের বিভিন্ন রাজপথের ফুটপাতে বসে বিক্রি করে তার পুর অর্থ দিয়েই এবছর ডুয়ার্সের বন্ধ চা বাগানের শিশুদের আজ শুভ মহালয়ার  দিনে  নতুন পোশাক উপহার দিলেন সাংবাদিক সঞ্জীব মুখ্যাজি । কালচিনি বন্ধ মধূ চা বাগানে আলিপুরদুয়ার জেলার বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক সঞ্জীব মুখ‍্যার্জি পক্ষ থেকে বাগানের এক থেকে বারো বছর বয়সী বাচ্চা দের হাতে নুতন বস্ত্র তুলে দেওয়া হয় । প্রায় তিন বছর থেকে বন্ধ মধূ চা বাগান ২০১৪ সেপ্টম্বর মাস থেকে বন্ধ বাগানটি । অনাহার অর্ধাহার বাগানের শ্রমিক পরিবারের প্রতিদিন সঙ্গী । প্রতিনিয়ত বেঁচে থাকার জন‍্য সংগ্ৰাম চালিয়ে যাচ্ছে রোগাক্লিস্ট মানুষ গুলো ‌ । সামনে পূজা ঢাকে কাঠি পড়ে গেছে  দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে যে মানুষ গুলো হিমশিম খাচ্ছে তাদের পক্ষে পূজোয় নুতন বস্ত্র কিনা এককথায় অসম্ভব । এই সমস্ত মানুষ গুলো পাশে এসে দাড়ালো সমাজসেবী তথা সাংবাদিক সঞ্জীব মুখার্জি  তিনি বাগানের প্রায় ১০০০ এর বেশি শ্রমিক সন্তানের হাতে নুতন পূজা বস্ত্র তুলে দিয়েছে স্বাভাবিক ভাবে নুতন বস্ত্র পেয়ে খুশি শ্রমিকরা ।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here