Home Uncategorized অবৈধ সোনা সহ গ্রেপ্তার এক

অবৈধ সোনা সহ গ্রেপ্তার এক

313
0

 চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে অবৈধভাবে  সোনা, রুপা, তামা ও নিকেল কয়েন, ভারতীয় রুপি সহ গোপাল লালা  নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি (বডার গাড অফ বাংলাদেশ)। ধৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জ গ্রামের বিভূতি লালা’র ছেলে।সোনামসজিদ বিওপির টহল দল সীমান্তের ১শ’ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়. চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল রাশেদ আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।তিনি জানান,  ৩২ গ্রাম ওজনের ৪টি সোনার কয়েন, ৯১৮ গ্রাম ওজনের ১১২টি রুপার কয়েন, ২টি করে নিকেল ও তামার কয়েন,প্রায় চার হাজার ভারতীয় রুপি,প্রায় দেড় হাজার বাংলাদেশি টাকা ও মোবাইল সিম  ২টি ফোনসেট উদ্ধার  হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৫ হাজার টাকা।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here