Home Uncategorized গোয়ালপোখরে তৃণমূল নির্দল সংঘর্ষ , মৃত্যু তৃণমূল সমর্থকের

গোয়ালপোখরে তৃণমূল নির্দল সংঘর্ষ , মৃত্যু তৃণমূল সমর্থকের

235
0

রায়গঞ্জ, ১৬ মে : উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের হামদাম গ্রামে বুধবার সকালে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে l আর এই সংঘর্ষে চলে গুলি l  গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল সমর্থকের। সংঘর্ষে দুই দলের আহত হন এক মহিলাসহ ৪ জন। মৃত তৃণমূল সমর্থকের নাম মহম্মদ তাসিরুদ্দিন (৫০)। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার সকালে গোয়ালপোখর ব্লকের হামদাম গ্রামে ফরওয়ার্ড ব্লকের একটি সভা ছিল। তৃণমূল সমর্থিত নির্দলকর্মীদের অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের ওই সভা থেকে পরিকল্পনা করেই আক্রমণ করা হয় তাদের উপর। তাদের অভিযোগ, বাড়িতে ঢুকে মহম্মদ তাসিরুদ্দিনের মাথায় গুলি করে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাসিরুদ্দিনের। এরপরই সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের। গুলি লেগে আহত হন আরও একজন।কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে ফরওয়ার্ড ব্লক।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ বাহিনী।ঘটনার তদন্তে গোয়ালপোখর থানার পুলিশ

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here