আলিপুরদুয়ার ২৩/১০/২০১৭:- পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডিমা এলাকায়। সূত্রের খবর গতকাল রাতে গাঙ্গুটিয়ার বাসিন্দা প্রতাপ ইন্দোয়ার(২৯) ও তার প্রতিবেশী গৌতম খেরুয়ার সাইকেলে করে ডীমা চৌপতি থেকে বাড়ি ফিরছিল রাত দশ টা নাগাদ সেই সময় একটি বাইক আরোহী কালচিনি থেকে রাজাভাতখাওয়া যাচ্ছিলো সেটা এসে সজোরে সাইকেলর পিছনে ধাক্কা মারে। এর ফলে সাইকেল সওয়ার প্রতাপ ও গৌতম ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে প্রতাপ মাড়া যায় এবং গৌতম কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে লতাবাড়ি হাসপাতালে এবং সেখান থেকে উত্তরবঙ্গ ম্যাডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় বর্তমানে সে ম্যাডিক্যাল কলেজে চিকিৎসাধীন। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠায়। আর বাইক আরোহী এলাকা থেকে পলাতক, পুলিশ ঘটনা তদন্তে নেমেছে।