Home Uncategorized চিতাবাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক , বন্ধ ভোট প্রচার

চিতাবাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক , বন্ধ ভোট প্রচার

150
0

জলপাইগুড়ি,১৭ এপ্রিল : জলপাইগুড়ি সদর ব্লক ২ পাতকাটা গ্রামপঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামে চিতাবাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক। ভয়ে বন্ধ ভোটের সকালের প্রচার।মঙ্গলবার সকালে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে । পাশেই তিস্তা নদী। কিছুটা দূরে বৈকুন্ঠপুর ফরেষ্ট। অন্য দিকে নদীর ওপারে গরুমারা জাতীয় উদ্যানের ফরেস্ট রয়েছে। নদী ডিঙ্গিয়ে চিতাবাঘ গ্রামে ঢুকেছে বলে মনে করছেন গ্রামবাসীরা।সংখ্যায় একনয়, একাধিক হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের কর্মীরা।এদিনে ঘটনাকে কেন্দ্র ভোটের প্রচার হয়নি l এখন শুধু চিতা বাঘের আতঙ্ক গ্রাম জুড়ে। তবে এই এলাকায় চিতাবাঘ থাকতেও পারে বলে অনুমান সকলের।এর আগেও চিতা বাঘ দেখা মিলছে এই এলাকায়।এলাকায় বাসিন্দা বাপি শীল বলেন, বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে।মহিলা সহ সবাই আতঙ্ক হয়ে হয়েছে।  ভোট প্রচার বন্ধ হয়ে গেছে।বন দপ্তর ব্যবস্থা গ্রহন করুক।এর আগেও চিন্তা চরে বাঘ দেখা গেছে এই এলাকায়।রজত বর্মন জানান, সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখতে পাই বাঘের পায়ের ছাপ দেখতে পাই। ভোট প্রচার বন্ধ।একটা বাঘ নয় এলাকাধিক বাঘ হতে পারে অনেক কয়টি ছোট বড় পায়ের ছাপ হয়েছে মাটির মধ্যে । বন দপ্তর ব্যবস্থা গ্রহন করুক না হলে ভোট প্রচার ও আতঙ্ক কাটবে না গ্রাম থেকে l

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here