Home Uncategorized পুজোর অনুমতি নেওয়ার আজ ছিল শেষ দিন

পুজোর অনুমতি নেওয়ার আজ ছিল শেষ দিন

118
0

শিলিগুড়ি ,২৭ সেপ্টেম্বর : শিলিগুড়ি পুজো কমিটিগুলোর গত সোমবার থেকে চলা অনুমতি প্রক্রিয়ার আজ ছিল শেষ দিন l শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এর রবীন্দ্র মঞ্চে থেকে পুজোর অনুমতি দেওয়া হয় । এদিন একই ছাদের তলায় দমকল, ইলেকট্রিক সিটি সাউন্ড এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের অনুমতি দেওয়া হয় l এই নিয়ে আজ সেখানে দেখা গিয়েছে পুজো উদ্যোক্তাদের প্রচুর সংখ্যাই ভিড় l আজ শেষ দিনে প্রচুর সংখ্যাই ক্লাব প্রতিনিধিরা ক্যাম্পে এসে অনুমতি গ্রহণ করার প্রক্রিয়া পুরো করেন l অনুমতি নেওয়ার জন্য আসা পুজো কমিটির একজন সদস্য জানান ,একই জায়গায় সবরকমের অনুমতি পাইয়ে দেওয়ার ব্যবস্থায় তিনি অত্যন্ত খুশি l এরজন্য তিনি প্রশাসন কে সাধুবাদ জানান l

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here