Home Uncategorized পুলিশ ভ্যান উল্টে মৃত-২, জখম-১ 

পুলিশ ভ্যান উল্টে মৃত-২, জখম-১ 

209
0

জলপাইগুড়ি,২৪ জুন : রবিবার সকালে শিলিগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কে পুলিশ ভ্যানের সামনের চাকা ফেটে দুই পুলিশ কর্মীর মৃত্যু হল l মৃত দুই জনের নাম বাপ্পা মন্ডল ও চালক অমরনাথ মাহাতো l গুরুতর জখম হয়েছেন তন্ময় মিশ্রাও l তাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে , আজ সকালে পুরুলিয়া থেকে জলপাইগুড়ি আসছিল ওই পুলিশের ভ্যানটি l ওই ভ্যানে পুলিশের নিজেদের সামগ্রী ছিল । আচমকাই ২৭ নম্বর জাতীয় সড়কে ফাটাপুকুরের সামনে আসতেই পুলিশ ভ্যানের সামনের চাকা ফেটে যায় l ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ একজনের l দুর্ঘটনায় আরও একজন গুরুতর জখম হন l তাকে ওই অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় l (এনএ)

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here