Home Uncategorized বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন জোরদার

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন জোরদার

84
0

শিলিগুড়ি ,২০ আগস্ট : বেতন বৃদ্ধির দাবি নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ১৫০ অস্থায়ী কর্মীদের আন্দোলন সোমবার আরও জোরদার হয়ে ওঠে l এর ফলে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসা রোগীদের নিয়ে পরিবারের লোকেদের সমস্যায় পড়তে হয় l সকল থেকেই ওপিডিতে রোগীর পরিজনদের লম্বা লাইন ছিল l তবে সেখানে আটটি ওপিডির মধ্যে ২ টি খোলা থাকার জন্য ওপিডিতে র অভিযোগও ওঠে রোগীর পরিজনদের ওপর l যার জন্য বেশ কয়েকজন রোগীর পরিবারের লোকেদের মেডিকেল কলেজ ফাঁড়ির পুলিশ আটক করে l কিন্তু পরে তাদের সকলকে ছেড়ে দেয় l তবে মেডিকেল কলেজ প্রশাসন এই ঝামেলার পর বন্ধ ওপিডিগুলিও খুলে দেন

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here